শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

নেত্রকোনা সীমান্তে অবাধ চোরাচালান

২০-২৫ পয়েন্ট দিয়ে অবাধে ঢুকছে মাদক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরে অবাধে চলছে চোরাচালান। দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা সীমান্তের ২০-২৫ পয়েন্ট দিয়ে ঢুকছে বিভিন্ন মাদক, ভারতীয় গরুসহ পণ্যসামগ্রী। এতে বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার।

জানা যায়, কলমাকান্দা সীমান্তের পাঁচগাঁও, মোহনপুর বেশ কিছু এলাকা দিয়ে প্রতিদিনই আসছে ভারতীয় গরুসহ মাদক। এসব গরু যাচ্ছে জেলার সবচেয়ে বড় হাট বারহাট্টার নৈহাটিতে। নামমাত্র বৈধতা নিয়ে সেখান থেকে গরু ট্রাকে করে নিয়ে যাওয়া হয় রাজশাহী, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে। স্থানীয়ভাবে তেমন কোনো কর্মসংস্থান না থাকায় অনেকে জড়িয়ে পড়ছেন চোরাচালান ব্যবসায়। একাধিক সূত্র জানায়, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও প্রশাসনকে ম্যানেজ করেই চোরাকারবারিরা এ ব্যবসা চালাচ্ছেন। বিশেষ করে পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে ভারতের যোগাযোগ বহুকালের। এই সুযোগ নিয়ে কিছু চোরকারবারি চক্র গড়ে ওঠেছে। গভীর রাত পর্যন্ত বস্তায় ভর্তি বিভিন্ন চকলেট, মসলা, সাবান শ্যাম্পু জাতীয় পণ্য, শাড়ি-লুঙ্গি, ইয়াবা, ফেনসিডিলসহ নানা প্রকার মদ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকে। প্রসাধনীর আড়ালে আসে আগ্নেয়াস্ত্রও। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন লাইনম্যান বলেন, আমরা জীবনের ঝুঁকি নিয়ে এ কাজ করি। একটু এদিক-সেদিক হলেই বিপদ। তারা জানান, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে সিংহভাগ অবৈধ মালামাল পাচার হলেও ধরা পড়া সামান্য কিছু চালান বৈধতা দিতে নিলাম করা হয়। গত ২ আগস্ট পাঁচগাঁও রামনাথপুর সীমান্তে এক বাড়িতে থাকা মালিকবিহীন ভারতীয় আটটি গরু উদ্ধার করে বিজিবি। আট গরুর মধ্যে দুটি নিয়ে গেছেন লাইনম্যান-এমনটা জানান নিলামে অংশ নেওয়া সংশ্লিষ্টরা। পরে পাঁচগাঁও বিওপিতে প্রকাশ্যে চারটি গরু নিলাম হওয়া নিশ্চিত করা হয়। দুটির নিলাম হয় গোপনে। অভিযোগ রয়েছে, কিছুদিন পর পর এভাবেই সীমান্ত এলাকায় বিওপিগুলোতে অনেকটা গোপনে নিলাম হচ্ছে জব্দ অসংখ্য গরু। এ বিষয়ে জানতে চাইলে পাঁচগাঁও বিওপি কমান্ডার সিরাজুল ইসলাম বলেন, তারা নিয়মিত সীমান্তে টহল দিয়ে অবৈধ মালামাল পেলে আটক করেন। গত দুই মাসে তেমন কোনো আটক নেই। এসব বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভালো জানেন। তাদের অনুমতি ছাড়া কিছু বলা সম্ভব নয়। ৩১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, কিছু বিষয়ে বাধ্যবাধকতা আছে। সীমান্ত নিয়ে কথা বললে ঊর্ধ্বতনের অনুমতি লাগবে।

সর্বশেষ খবর