শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

আট মাসের কাজ শেষ হয়নি তিন বছরেও

মাদারীপুর প্রতিনিধি

আট মাসের কাজ শেষ হয়নি তিন বছরেও

নির্মাণাধীন খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়

মাদারীপুর খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের নির্মাণকাজ তিন বছরেও শেষ হয়নি। ফলে সরকারের লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে বলে জানা গেছে। খাদ্য বিভাগের দাবি, বারবার তাগাদা দেওয়ার পরও নির্ধারিত সময়ে কাজ শেষ করা হয়নি। উল্টো তারা (ঠিকাদার) নির্মাণ ব্যয় বাড়ানোর পাঁয়তারা করছেন। এতে ক্ষুব্ধ খাদ্য বিভাগ ও স্থানীয়রা। সংশ্লিষ্ট সূত্র জানান, মাদারীপুর খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় জরাজীর্ণ হওয়ায় পুরান ভবন ভেঙে নতুন ভবন নির্মাণকাজ শুরু করা হয়। এর পর থেকে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় শহরের একটি ভাড়া বাসায় তাদের কাজ শুরু করে। প্রতি মাসে ভাড়া বাবদ দিতে হয় ৪০ হাজার টাকা। সূত্র আরও জানান, ২০১৯ সালে ১৪ নভেম্বর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, নারায়ণগঞ্জ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে খাদ্য বিভাগের প্রকল্প পরিচালকের চুক্তি স্বাক্ষর হয়। কাজ শেষ করার তারিখ নির্ধারিত হয়েছিল ২০২০ সালের ১৭ জুন। কাজটির চুক্তিমূল্য ছিল ২ কোটি ৫৫ লাখ ৩৪ হাজার টাকা। নির্ধারিত সময়ের দুই বছরের বেশি অতিবাহিত হলেও কাজ শেষ হয়নি। জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, বারবার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা নির্ধারিত সময়ে কাজ শেষ করেননি। তিনি আরও জানান, ভবন নির্মাণের ব্যয় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে তবে জেলা খাদ্য বিভাগ তাতে সায় দেয়নি।

সর্বশেষ খবর