শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

জন্মদিনের উপহার আনতে গিয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর

প্রতিদিন ডেস্ক

জন্মদিনের উপহার আনতে গিয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর

বগুড়ায় বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত সিএনজি

কুমিল্লায় জন্মদিনের উপহার আনতে গিয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর। এছাড়া বিভিন্ন স্থানে গতকাল সড়ক দুর্ঘটনায় আরও আটজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-  কুমিল্লা : বন্ধুর জন্মদিনের কেক আনতে গিয়ে গত বুধবার রাতে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নালঘর এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় অটোরিকশা আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। তারা হলেন- কালিকাপুর ইউনিয়নের মোহাম্মদ লিমন (২০), আবদুর রাজ্জাক (২০) ও সিফাত হোসেন (২০)। তিনজনই দাখিল পরীক্ষার্থী ছিলেন। এদিকে বুড়িচংয়ে গাড়ির ধাক্কায় নুরুল ইসলাম (৬৫) নামে মাদরাসার এক শিক্ষক নিহত হয়েছেন। বগুড়া : শেরপুরে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে অটোচালকসহ দুজন নিহত ও চার যাত্রী আহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার হামছায়াপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত একজন হলেন অটোচালক আবদুল বাছেদ (৩৫)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। এদিকে বুধবার রাতে শাজাহানপুরে ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে গোলাম নবী (৬০) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। রংপুর : লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় অটোরিকশাচালক রোস্তম আলীর (৭৫) মৃত্যু ও চারযাত্রী আহত হয়েছেন। গতকাল ভোররাতে পীরগাছা উপজেলার চৌধুরানী পেট্রোল পাম্প এলাকায়। আহতদের রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। নিহত রোস্তম আলী মাহিগঞ্জ ডিমলা এলাকার বাসিন্দা। নরসিংদী : নরসিংদীতে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শহিদুল ইসলাম (৫০) নামে এক সহকারী প্রশিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আবু বক্কর নামে আরেক আরোহী। পলাশ উপজেলার শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল গাজীপুরের শ্রীপুর গ্রামের বাসিন্দা। বাগেরহাট : ফকিরহাট উপজেলার বাহিরদিয়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে লাবিব (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক কিশোর। দুপুরে বাগেরহাট-রূপসা পুরাতন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবিব খুলনার বটিয়াঘাটা নারায়নখালীর কবির শেখের ছেলে। কেরানীগঞ্জ (ঢাকা) : মোটরসাইকেলের ধাক্কায় লাল মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলচালক মোস্তাফিজুর রহমান (৩৪), তার স্ত্রী রওশন আরা (২৮) ও তাদের ছেলে মুস্তাকিম (৪)। সকালে ঢাকা-মাওয়া সড়কের ইকুরিয়া-তেঘুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর