শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

দুই সমবায় কর্মকর্তার নামে দুদকের মামলা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে সাবেক ও বর্তমান দুই সমবায় কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদক কুড়িগ্রাম জেলা কার্যালয়ে বুধবার বিকালে মামলাটি করেন দুদক রংপুর অফিসের সহকারী পরিচালক হোসেন শরীফ। অভিযুক্তরা হলেন- কুড়িগ্রাম সমবায় অফিসের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বর্তমানে রংপুর সমবায় অফিসের উপসহকারী নিবন্ধক রোজিনা সুলতানা এবং রংপুর সমবায় অফিসের অবসরপ্রাপ্ত সাবেক বিভাগীয় যুগ্মনিবন্ধক আমির হামজা। জানা যায়, ২০১৮ সালের ৭ মে রূপালী ব্যাংক থেকে ১ কোটি টাকার একটি চেক সোনালী ব্যাংক কুড়িগ্রাম শাখায় জেলা সমবায় অফিসের হিসাব নম্বরে জমা হয়। এর চার মাস পর ৯ সেপ্টেম্বর রোজিনা সুলতানা বাহকের মাধ্যমে প্রথমে ২০ লাখ টাকা উত্তোলন করেন। পরে আরও পাঁচটি চেকের মাধ্যমে ব্যাংকে ১ হাজার অবশিষ্ট রেখে বাকি টাকাও আত্মসাতের উদ্দেশ্যে বাহক দিয়ে উত্তোলন করান। এ কাজে তাকে রংপুর সমবায় অফিসের অবসরপ্রাপ্ত সাবেক বিভাগীয় যুগ্মনিবন্ধক আমির হামজা উৎসাহ দিয়েছেন।

সর্বশেষ খবর