শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

দিনাজপুরে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ৬০ টাকা

দিনাজপুর প্রতিনিধি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে ব্রয়লার মুরগির মাংসে। দিনাজপুর অঞ্চলে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ৮০ টাকা। এতে বিপাকে পড়েছেন মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ।

দিনাপুরের বিভিন্ন হাটে ব্রয়লার মুরগির মাংস এখন প্রতিকেজি ২০০ টাকা থেকে বেড়ে বিক্রি হয়েছে ২৮০ টাকায়। আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতিকেজি ২০০ টাকায়। মাত্র চার দিন আগেও ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ১৪০-১৫০ টাকা। তবে দেশি ও সোনালি মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। আগের মতোই দেশি মুরগি ৩৮০ টাকা ও সোনালি বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি দরে। বিক্রেতাদের অনেকে বলেন, গরমের সময় মুরগি মারা যাওয়ার আশঙ্কা থাকে। এতে ক্ষতি শঙ্কায় অনেকে মুরগির ফার্ম বন্ধ রাখেন। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। পরিবহন খরচ ও পোল্ট্রি ফিডের দামের বৃদ্ধি অন্যতম কারণ বলে জানান কেউ কেউ। খানসামা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, বাজারে মুরগির খাদ্যের দাম বৃদ্ধি ও সরবরাহ কম হওয়ায় দাম বাড়ছে। খাদ্যের দাম সহনীয় হলেই দাম আবার কমবে বলে আশা করছেন তিনি।

সর্বশেষ খবর