শিরোনাম
শনিবার, ২০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বদলে গেছে পাহাড়ের আলুটিলা

খাগড়াছড়ি প্রতিনিধি

বদলে গেছে পাহাড়ের আলুটিলা

বদলে গেছে পাহাড়ের প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলা। মাত্র দুই বছরের ব্যবধানে আলুটিলা পর্যটন কেন্দ্রটি নান্দনিক রূপ  পেয়েছে। জেলা প্রশাসনের অর্থায়নে ৭ কোটি টাকা ব্যয়ে দুই পাহাড়ের মাঝখানে নির্মাণ করা হয়েছে ঝুলন্ত ব্রিজ, নন্দনকানন পার্ক, কুঞ্জছায়া ভিউ পয়েন্ট ও স্বর্ণতোরণ। এ ছাড়া আম্ফি থিয়েটার ও খুমপুইরেস্ট হাউস নির্মাণের কাজ শেষ পর্যায়ে।  এসব নান্দনিক স্থাপনা নির্মাণ হওয়ায় পর্যটকদের বাড়তি আকর্ষণে পরিণত হয়েছে। এতে জেলার পর্যটন অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে মনে করছে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ৬০০ ফুট ওপরে আলুটিলা পর্যটন  কেন্দ্র। ১৯৮৩ সালে খাগড়াছড়ি জেলা সৃষ্টির পর থেকেই জেলা প্রশাসনের উদ্যোগে এটি পরিচালিত হয়ে আসছে। দীর্ঘদিন জেলার প্রধান পর্যটন আকর্ষণ অবহেলিত থাকলেও তা এবার বদলেছে। এখন আগের চেয়ে অনেক বেশি সুন্দর আলুটিলা। এখন এখানে এসে যে কেউ মুগ্ধ হবে। আলুটিলার চূড়া থেকে পর্যটকরা পুরো খাগড়াছড়ি শহর পর্যবেক্ষণ করে সৌন্দর্য উপভোগ করে। নান্দনিক আলুটিলা দেখতে প্রতিদিন ভিড়  বেড়েছে। নতুন নান্দনিক স্থাপনা হওয়ায় খুশি পর্যটকরা। পর্যটনের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা জানিয়েছেন আলুটিলাকে ঘিরে মাউন্টেন ট্যুরিজমের ব্যাপক সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা  আরও জানান, বিশ্বের বিভিন্ন দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতিকে কাজে লাগিয়ে কমিউনিটি ট্যুরিজম গড়ে উঠলেও বাংলাদেশে এখনো তা চালু হয়নি। খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতিকে কাজে লাগিয়ে কমিউনিটি ট্যুরিজম গড়ে তোলার প্রচুর সম্ভাবনা রয়েছে। রহস্যেঘেরা আলুটিলা সুড়ঙ্গে প্রবেশের পথটিও মসৃণ করা হয়েছে। সংস্কার করা হয়েছে সিঁড়িগুলোও। যার ফলে দর্শনার্থীরা এখন আগের চেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছে গুহায় প্রবেশ করে। খাগড়াছড়ির প্রধান আকর্ষণ আলুটিলা পর্যটন কেন্দ্র। ঈদসহ নানা উৎসবে পর্যটকরা এসে যাতে ভালো ট্যুরিজম স্পট পান সে বিষয়টি সামনে রেখে আলুটিলাকে নান্দনিকভাবে সাজানো হয়েছে। বাইরে থেকে আগত পর্যটকদের পাশাপাশি স্থানীয়রাও পরিবার নিয়ে ছুটির দিনে ভিড় করছে বদলে যাওয়া আলুটিলা দেখতে। সবমিলে পাহাড়ের এ পর্যটন কেন্দ্রটি নতুন আঙ্গিকে সাজানোর ফলে যেন প্রাণ ফিরে পেয়েছে আলুটিলা।

সর্বশেষ খবর