শনিবার, ২০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

আন্দোলনের হুঁশিয়ারি দক্ষিণের ২১ জেলার বাসমালিক নেতাদের

ফরিদপুর প্রতিনিধি

আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় অবৈধভাবে চলাচলরত নসিমন-করিমন-ভটভটি এবং উপজেলা থেকে চলা বিআরটিসি বাস বন্ধ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাসমালিক সমিতির নেতারা। ফরিদপুরের ব্র্যাকের লার্নিং সেন্টারে ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসমালিক গ্রুপ-শ্রমিক ইউনিয়ন’ আয়োজিত সভায় গতকাল এ আলটিমেটাম দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি এ এস এম মুকুল। বক্তারা বলেন, বর্তমানে বাসমালিকরা নাজুক অবস্থায় দিন কাটাচ্ছেন। একজন বাসমালিক প্রতিদিন বাস থেকে আয় করেন ৮০০ থেকে ১ হাজার টাকা। এভাবে চলতে থাকলে তারা বাস বিক্রি করে অন্য পেশায় চলে যেতে বাধ্য হবেন। তাদের বাঁচাতে এখনই বড় ধরনের আন্দোলন গড়ে তোলা দরকার। একাধিক বাস মালিক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা নিয়মিত সরকারকে রাজস্ব দিয়ে রুট পারমিট নিয়ে বাসের ব্যবসা করছি। অথচ অবৈধভাবে চলা নসিমন-করিমন-ভটভটি-আলম সাধু মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে। মহাসড়কে এসব থ্রি হুইলার চলাচলে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না।

সর্বশেষ খবর