শনিবার, ২০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ডিমের দাম বেশি রাখায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ব্রয়লার মুরগি ও ডিমের দাম বেশি রাখা হচ্ছে এমন অভিযোগে বিভিন্ন বাজারে গতকাল অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় মুরগি ও ডিমের দামে কারসাজি, মূল্যতালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করা এবং পাইকারি ও খুচরা পর্যায়ে ক্রয় রশিদ না দেওয়ায় ডিম ব্যবসায়ী মেসার্স রাকিব এন্টারপ্রাইজ, ব্রয়লার মুরগি বিক্রয়কারী প্রতিষ্ঠান মেসার্স আলী স্টোর ও মেসার্স জেরিন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র বিপণন কর্মকর্তা শাহাদাত হোসেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান এবং কোতোয়ালি থানা পুলিশ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, বাজারে ব্রয়লার মুরগি ও ডিমের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে জনগণকে ঠকানো হচ্ছিল। তিনি বলেন, জনস্বার্থে তাদের এ অভিযান চলমান থাকবে।

সর্বশেষ খবর