শনিবার, ২০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

পাওনা টাকার দ্বন্দ্বে খুন হন দুলাল

জয়পুরহাট প্রতিনিধি

পাওনা টাকার দ্বন্দ্বে খুন হন দুলাল

জয়পুরহাটের আক্কেলপুরে জিরা ব্যবসায়ী দুলাল হোসেন শেখ (৪৫) হত্যার চার দিন পর রহস্য উন্মোচন হয়েছে। ভারত থেকে আনা জিরা কেনা-বেচার টাকা নিয়ে দ্বন্দ্বে তাকে কাঠের বাটাম দিয়ে আঘাতের পর বালিশচাপা দিয়ে হত্যা করা হয়। এরপর হত্যাকারীরা ঘরের বাহির দরজায় তালা দিয়ে চলে যান। এ হত্যা মামলার আসামি সুমন আলী ওরফে সুমন চৌধুরী আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে খুনের দায় স্বীকার করেছেন। জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা গতকাল এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার সুমন দিনাজপুরের খানসামা উপজেলার কছিম উদ্দিনের ছেলে। জয়পুরহাটের আক্কেলপুর পৌর এলাকায় ভাড়া বাসায় থাকেন তিনি। পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, দুলার হত্যায় মামলা দায়েরের পর তথ্য-প্রযুক্তির সহায়তায় সুমনকে গ্রেফতার করা হয়েছে। আসামি নিজের দোষ স্বীকার করে শুক্রবার সকালে আদালতে জবানবন্দি দিয়েছেন। অপর আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ, গত মঙ্গলবার দুপুরে আক্কেলপুর পৌরসভার তালতলী কাঁচাবাজার রেল কলোনির ভাড়া বাসার তালাবদ্ধ ঘরে দুলালের লাশ পড়েছিল। খবর পেয়ে বাসার মালিক থানা পুলিশকে জানান। পুলিশ ও সিআইডির একটি টিম দরজার তালা ভেঙে দুলালের অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই আক্কেলপুর থানায় হত্যা মামলা করেন।

 

সর্বশেষ খবর