শনিবার, ২০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ছাত্রকে মারধর মামলা না নিয়ে ‘মীমাংসা’র পরামর্শ পুলিশের

সাভার প্রতিনিধি

ঢাকার আশুলিয়ার মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দিতে গেলে নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা করার পরামর্শ দিয়েছেন বলে দাবি শিশুটির বাবার। পরে গতকাল ওই শিশুর বাবাকে ডেকে নিয়ে স্থানীয় উপজেলা ভাইস চেয়ারম্যান বিষয়টি মীমাংসা করে দেন। শিশুটির বাবা মাসুদ জানান, সাত দিন আগে তার ১০ বছরের ছেলেকে আশুলিয়ার বাইপাইল এলাকার দারুল কোরআন তালিমুল ইসলাম মাদরাসায় ভর্তি করানো হয়। বুধবার সন্ধ্যায় পড়া না পারায় শিক্ষক হাবিবুর হুজুর বাঁশের কঞ্চি দিয়ে তাকে পিটিয়ে জখম করেন। বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানায় গেলে ডিউটি অফিসার অভিযোগ না নিয়ে নিজেদের বিষয়টি মীমাংসা করতে বলেন। অভিযুক্ত শিক্ষক হাবিবুর রহমান বলেন, বুধবার সন্ধ্যায় ওই ছাত্র মাদরাসার পাশে বিদ্যুতের খুঁটি বেয়ে পালানোর চেষ্টা করছিল। তখন রাগের মাথায় তাকে লাঠি দিয়ে পিটানো হয়েছে।

আশুলিয়া থানার এসআই আবদুল আউয়াল বলেন, শিশুটির বাবা থানায় অভিযোগ না নেওয়ার যে দাবি করেছেন, তা অসত্য। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে মারধরের অভিযোগ নিয়ে তারা থানায় এসেছিলেন। জিডির কপিও নিয়েছিলেন। পরে সেটা জমা না দিয়েই তারা চলে গেছেন। মীমাংসার বিষয়ে সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমি তাদের অফিসে ডেকে মীমাংসা করে দিয়েছি।’

সর্বশেষ খবর