শনিবার, ২০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ডিমের দাম বেশি নেওয়ায় জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিমের দাম বেশি নেওয়ায় জরিমানা

ডিমের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে নারায়ণগঞ্জের ডিমের আড়তগুলোতে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় অতিরিক্ত দামে ডিম বিক্রি করায় চার ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল শহরের দ্বিগুবাবুর বাজারের ডিমের আড়তে এই অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে মূল্য তালিকা না থাকা ও ক্রয় রসিদ না দেওয়ায় বুশরা এন্টারপ্রাইজ, আলমাস ব্যাপারী ট্রেডার্স ও সাব্বির আলী ট্রেডার্সকে ১০ হাজার টাকা করে এবং রশিদ ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর