শনিবার, ২০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

অ্যাকাউন্ট থেকেই উধাও শিশুদের উপবৃত্তির টাকা

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

এজেন্ট ব্যাংকিং নগদ অ্যাকাউন্ট থেকে উধাও হচ্ছে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা। মেসেজ পেয়ে টাকা তুলতে গিয়ে টাকা না পেয়ে হতাশ শিক্ষার্থী ও অভিভাবকরা। কাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী মারুফার বাবা নুরুজ্জামান জানান, গত জুলাইয়ে তার নগদ অ্যাকাউন্টে আসে মেয়ের উপবৃত্তির টাকা। তাৎক্ষণিক মেসেজ পাননি তিনি। ২৫ জুলাই শিক্ষকদের কাছে জানতে পেরে টাকা তুলতে এজেন্টের দোকানে যান। সেখানে তার মোবাইল ফোন চেক করিয়ে দেখেন, টাকা তোলা হয়ে গেছে ১৯ তারিখেই। কে তুলেছে তার টাকা এর উত্তর খুঁজে পাচ্ছেন না তিনি। শুধু নুরুজ্জামানই নয়, এভাবে নগদ অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা পাচ্ছেন না পটুয়াখালীর প্রাথমিক বিদ্যালয়গুলোর অধিকাংশ শিক্ষার্থী। মোবাইলে মেসেজ আসেছে, কিন্তু সুবিধাভোগীর অজান্তেই টাকা উধাও হয়ে যাচ্ছে। টাকা তোলার তারিখ সবারই প্রায় একই। নগদের লেনদেন লিস্টের তথ্যে দেখা যায়, ১৯ জুলাই বেশিরভাগ অ্যাকাউন্টের টাকা তুলে নেওয়া হয়েছে। কারও কারও টাকা আবার অ্যাকাউন্টে আসেনি, মেসেজও আসেনি। শিক্ষকদের কাছে বারবার অভিযোগ নিয়ে গেলেও তা দিতে পারছেন না কোনো সমাধান। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রতিকার চাচ্ছেন শিক্ষকরা। কাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম বলেন, আমাদের কাছে অবিভাবকরা প্রতিনিয়ত আসছেন। আমরা এর কী জবাব  দেব? নয়াভাংগুনী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম বলেন, এ সমস্যার কারণে প্রতিনিয়ত আমাদের পড়তে হচ্ছে বিব্রতকর পরিস্থিতিতে। শিক্ষা বিভাগের কর্মকর্তারাও দিতে পারছেন না সঠিক সমাধান। রাঙ্গাবালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর