রবিবার, ২১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

পাহাড়ে বেড়েছে ম্যালেরিয়া

রাঙামাটিতে আট মাসে আক্রান্ত ১৪৬৮ জন

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে দ্রুত ছড়িয়ে পড়ছে ম্যালেরিয়া সংক্রমণ। এতে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। প্রত্যন্ত অঞ্চলগুলোতে ম্যালেরিয়া রোগীদের চিকিৎসায় গঠন করা হয়েছে একাধিক মেডিকেল টিম।

বেসরকারি সংস্থা ব্র্যাক জানায়, চলতি বছরের আট মাসে রাঙামাটি জেলায় ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন প্রায় ১ হাজার ৪৬৮ জন। সংক্রমণের হার দিন দিন বাড়ছে। জেলায় এ রোগের আক্রান্ত জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে সীমান্তবর্তী বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি ও জুড়াছড়িকে। এসব উপজেলায় ম্যালেরিয়ার প্রকোপ বেশি। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ চারটি উপজেলাকে ম্যালেরিয়ার জন্য ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করে গঠন করা হয়েছে মেডিকেল টিম। একই সঙ্গে ম্যালেরিয়া রোগীদের চিকিৎসাসেবা দিতে স্বাস্থ্য পার্টনার হিসেবে কাজ করছে বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাক। রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. সৈকত আকবর বলেন, প্রতি বছরের চার মাস (মে, জুন, জুলাই ও আগস্ট) পার্বত্যাঞ্চলে ম্যালেরিয়া বেড়ে যায়। কারণ বর্ষার কারণে ম্যালেরিয়া জীবাণুবাহী মশার উপদ্রব বাড়ে। পাহাড়ি অঞ্চল, জঙ্গল ও ঝোপঝাড়ের কারণে এ মশা সহজে মানুষকে আক্রমণ করে। সূত্র জানায়, ২০০৮ সালে পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি চালু হয়। এরপর ২০১৩ সাল পর্যন্ত ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণে ছিল। ২০১৪ সালের পর ম্যালেরিয়া নিয়ন্ত্রণ হারায় পাহাড়ে। এ রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায় উল্লেখযোগ্য হারে।

সর্বশেষ খবর