শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

পুরুষশূন্য এলাকায় সশস্ত্র মহড়া

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে নারীকে উত্ত্যক্তের ঘটনার প্রতিবাদ করে পুরুষশূন্য হয়ে পড়া এলাকায় আধিপত্য বজায় রাখতে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন। এতে আতঙ্কে রয়েছেন নারী ও শিশুরা। এ ছাড়া তাদের হুমকি-ধমকিতে প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যালয়ে যাওয়া বন্ধ রয়েছে একাধিক শিক্ষার্থীর। জানা যায়, গত শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সূর্য নারায়ণপুরের খড়িবোনা এলাকার এক নারীকে উত্ত্যক্ত করেন জনৈক আতাউর রহমান। তখন ওই নারীর সঙ্গে আতাউরের বাকবিতণ্ডা হয়। ঘটনা জানাজানি হলে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য রুহুল মেম্বারের লোকজনকে সঙ্গে নিয়ে আতাউর প্রথমে উক্ত নারীর বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। কয়েকজন এর প্রতিবাদ করলে প্রতিপক্ষরা এলাকার ৪০-৫০ বাড়িতে হামলা চালায়। ঘটনার পর এসব বাড়ির পুরুষ সদস্যরা ভয়ে অন্যত্র পালিয়ে যান।

সর্বশেষ খবর