শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ব্যাংক থেকে উধাও হওয়া ১৮ লাখ টাকা ফেরত

গ্রাহকের হিসাব নম্বরে দুই দফায় জমা হয় এ টাকা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে উত্তরা ব্যাংকের একটি শাখা থেকে প্রবাসীর উধাও হওয়া ১৮ লাখ টাকা ফেরত দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। গতকাল ওই গ্রাহকের ব্যাংক স্টেটমেন্ট সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। প্রবাসীর ভাই জাহাঙ্গীর আলম বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে খবর প্রচার হলে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেন। পরে তারা ওই হিসাব নম্বরে দুই দফায় ৮ এবং ১০ লাখ টাকা জমা করে দেন। গতকাল  গ্রাহকের কাছে পাঠানো হয় এই স্টেটমেন্ট। কাতার থেকে মোবাইল ফোনে প্রবাসী শাহজাহান মোল্লা জানান, তিনি ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর গাজীপুরের চান্দনা চৌরাস্তায় উত্তরা ব্যাংকের জয়দেবপুর শাখায় সঞ্চয়ী হিসাব খোলেন। গত ১৪ আগস্ট জানতে পারেন তার একাউন্ট থেকে ১৮ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। ভাই জাহাঙ্গীর আলমের মাধ্যমে ব্যাংক স্টেটমেন্টে তিনি দেখতে পান ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে ১৪ আগস্ট ৮ লাখ টাকা সরানো হয় সিটি ব্যাংকের সাতক্ষীরা শাখার মেঘনা এন্টারপ্রাইজের

একাউন্টে। একইভাবে ১০ লাখ টাকা পাঠানো হয় জয়পাড়া এসইমি শাখায় সুমাইয়া নামের এক গ্রাহকের একাউন্টে। পরে প্রবাসীর ভাই জাহাঙ্গীর আলম জিএমপির বাসন থানায় অভিযোগ করেন। উত্তরা ব্যাংকের ওই শাখা ব্যবস্থাপক বলেন, চলে যাওয়া টাকা এখনো ফেরত আনা সম্ভব হয়নি। আমাদের নিজস্ব ফান্ড থেকে গ্রাহককে টাকা ফেরত দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর