রবিবার, ২৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বন্যা আশ্রয় কেন্দ্রটি পানির নিচে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

বন্যা আশ্রয় কেন্দ্রটি পানির নিচে

তিতাস উপজেলার স্থানীয় দুঃখিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয় কেন্দ্রটি চলতি বছর বর্ষার শুরু থেকে পানি নিচে। বিদ্যালয়টি তিতাস নদের নিকটবর্তী হওয়ায় বিভিন্ন সময় নদে পানি বাড়লেই ভবনের নিচতলা তলিয়ে যায়। বর্ষার মৌসুমজুড়ে মাঠ ডুবে থাকায় ব্যাহত হয় শিক্ষাকার্যক্রম। স্থানীয়রা বলেছেন, বন্যা আশ্রয়ণ কেন্দ্র কাম প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি নির্মাণের সময়ই আরও মাটি ফেলে উঁচু করা দরকার ছিল। আশ্রয় কেন্দ্রটি নিচু হওয়ায় নিজেই বন্যাকবলিত। এলাকায় ঝড়, বৃষ্টি বা বন্যা দেখা দিলে ভুক্তভোগীরা যে কেন্দ্রে আশ্রয় নেবেন সেটিই পানির নিচে। সরেজমিন দেখা যায়, আশ্রয় কেন্দ্রের মাঠ দিয়ে নৌকা চলাচল করছে। নৌকার ধাক্কায় কয়েকটি পিলার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির মধ্যে দাঁড়িয়ে থাকা পিলারগুলোর আস্তর ও রং ওঠে যাচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক রহিমা আক্তার বলেন, তিন বছর আগে এক শিশু ভবনের নিচে পানিতে ডুবে মারা গেছে। এরপর থেকে বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীর উপস্থিতি কমে গেছে।  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লায়লা পারভীন ভানু বলেন, এ ব্যাপারে ইউএনও এ টি এম মোর্শেদ ও স্কুল কমিটির সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর