রবিবার, ২৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলমের হস্তক্ষেপে এক শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে পৌরসভার ফজারচালা এলাকায় এ বাল্যবিয়ের আয়োজন চলছিল। সে বংকী পাবলিক উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। জানা যায়, স্কুলপড়ুয়া ওই শিক্ষার্থীর সঙ্গে উপজেলার যাদবপুর এলাকার আজাহার মিয়ার ছেলে পুলিশ সদস্য আলামিনের বিয়ের আয়োজন চলছিল। সংবাদ পেয়ে স্থানীয় কাউন্সিলরকে বিয়ের কার্যক্রম বন্ধ করতে বলেন ইউএনও। এর ঘণ্টাখানেক পর গোপনে আবার বিয়ের কার্যক্রম শুরু হলে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে ওই বিয়ে বাড়িতে পাঠান তিনি। এ সময় ওই ছাত্রীর পরিবার তাকে বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

সর্বশেষ খবর