রবিবার, ২৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা
কোটি টাকার প্রতারণা

সেই তিন শিক্ষকসহ আটজন র‌্যাবের হাতে গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি

এসবিএসএল নামে মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি খুলে গ্রাহকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সেই তিন মাদরাসাশিক্ষকসহ আটজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতাররা হলেন- সানরাইজ বিজনেস সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান ঝিনাইদহের শৈলকুপা থানার সাজ্জাদ হোসেন, কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মহসিন আলী, ফিন্যান্স ডিরেক্টর ইমরান হোসেন, কর্মী হাসান আলী, আবদুল হান্নান, মাদরাসাশিক্ষক মোস্তফা রাশেদ পান্না, আইয়ুব আলী ও হাফিজুর রহমান। র‌্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, প্রতারক চক্র কুষ্টিয়ার কুমারখালীর পান্টি এলাকায় সানরাইজ বিজনেস সার্ভিস লি. নামে এমএলএম কোম্পানি খোলেন। গ্রাহকদের অধিক মুনাফার লোভ দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে যান চক্রের সদস্যরা। কোম্পানির প্রতারণার ফাঁদে পড়ে প্রায় ৩০০ পরিবার সর্বস্বান্ত হয়েছে। প্রতারণার বিষয়ে একজন গ্রাহক কোম্পানির চেয়ারম্যানসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে কুমারখালী থানায় মামলা করেন।

প্রসঙ্গত, গত বুধবার রাতে কুষ্টিয়ার কুমারখালী থেকে তিন মাদরাসাশিক্ষকসহ পাঁচজনকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। বৃহস্পতিবার ভুক্তভোগী দুটি পরিবার থানায় সাধারণ ডায়রি করে। র‌্যাবের হাতে গ্রেফতার আটজনের মধ্যে নিখোঁজ ওই পাঁচ ব্যক্তিও রয়েছেন।

সর্বশেষ খবর