রবিবার, ২৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা
ব্যবসায়ীর মৃত্যু

মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ফরহাদ শেখ নামে এক ব্যবসায়ী নিহতের প্রতিবাদ, সড়ক সম্প্রসারণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বিকল্প পারাপারের ব্যবস্থার দাবিতে মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেছে গ্রামবাসী। গতকাল দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রামের শত শত গ্রামবাসী মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে। এ সময় তারা মহাসড়ক সম্প্রসারণ ও রাস্তার উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার মহসীন উদ্দিনের আশ্বাসের ভিত্তিতে দুপুর ১২ টার দিকে অবরোধ তুলে নেয় গ্রামবাসী। উল্লেখ্য, ২৪ আগস্ট গোপীনাথপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ফরহাদ শেখসহ তিন জন নিহত হন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর