রবিবার, ২৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

মামলা নিষ্পত্তি : আট মাস পর খুলল মসজিদের দরোজা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আদালতে মামলা নিষ্পত্তি হওয়ায় আট মাস বন্ধ থাকার পর আবার মসজিদে নামাজ আদায় শুরু হয়েছে। নামাজ আদায়ের পর বাদী ও বিবাদী পক্ষ একসঙ্গে মুসল্লিদের দুপুরের খাবারের আয়োজন করে। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ঘোলাদিঘী গ্রামের দুবইল দক্ষিণপাড়া জামে মসজিদে। জানা যায়, ২০০৪ সালে মসজিদটি সরকারি খাস জমিতে প্রতিষ্ঠিত হয়। এ নিয়ে স্থানীয় দুই পক্ষের বিরোধ সৃষ্টি হয়। মসজিদ কমিটির বর্তমান সেক্রেটারি সেরাজুল ইসলাম ১৩ জনের নামে আদালতে ফৌজদারি মামলা করেন। মামলা দায়েরের পর প্রায় আট মাস ওই মসজিদে নামাজ আদায় বন্ধ রাখা হয়। জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত বুধবার সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষীদের কথা শোনার পর একদিন সময় নিয়ে পরেরদিন মামলার দিন ধার্য করেন বিচারক এম এম হুমায়ন কবির। বৃহস্পতিবার সাক্ষ্য শেষ করে আদালত বাদী ও বিবাদী পক্ষকে একত্র করেন। এ সময় আদালত দুই পক্ষকে নির্দেশনা দেন ওই মসজিদে শুক্রবার (২৬ আগস্ট) জুমার নামাজ আদায় এবং মুসল্লিদের জন্য খাবারের আয়োজন করার। বিচারকের এই উদ্যোগকে এলাকাসী আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন।

সর্বশেষ খবর