শিরোনাম
রবিবার, ২৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বিজয়নগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

অনিয়ম, দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কাজী ছায়িদুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন মেম্বাররা (সদস্য)। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কাছে দেওয়া ওই ‘অনাস্থা’ পত্রে ইউপির ১২ জন সদস্যের মধ্যে ১০ জন স্বাক্ষর করেন। ওই পত্রে চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়। এর আগে চেয়ারম্যানের বিরুদ্ধে লড়তে ওই মেম্বাররা একটি হলফনামায় স্বাক্ষর করেন। অনাস্থা পত্রে স্বাক্ষর করেন ইউনিয়ন পরিষদ মেম্বার সোহাগ ইসলাম, হাবিবুর রহমান, এমদাদুল হক, জজ মিয়া, সফিক মিয়া, আসিকুর রহমান, জাহানারা বেগম, পুতুল বেগম, অতসী সাহা ও শেখ সজিব মিয়া। স্বাক্ষরিত পত্রে তারা উল্লেখ করেন, সব মেম্বারদের সমন্বয়ে উন্নয়ন কর্মকাণ্ড করার নির্দেশনা থাকলেও বুধন্তীর চেয়ারম্যান এর তোয়াক্কা করেন না। প্যানেল চেয়ারম্যান থাকলেও বাইরে গেলে তিনি কাউকে দায়িত্ব দেন না। মাসিক সভায় মেম্বারদের না ডেকে পরিষদের সচিবের মাধ্যমে সিদ্ধান্ত নেন। ইউপি চেয়ারম্যান কাজী ছায়িদুল ইসলাম বলেন, আল্লাহই ভালো জানেন কেন তারা আমার বিরুদ্ধে অভিযোগ করল। আমার জানামতে আমি নিয়মের বাইরে কিছু করিনি।

 

সর্বশেষ খবর