মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সেতু দেবে তিন মাস যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে মানুষ

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

সেতু দেবে তিন মাস যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে মানুষ

দিনাজপুরের বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কের মানিকপীর সেতুটি দেবে যাওয়ায় প্রায় সাড়ে তিন মাস ধরে চার উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বিকল্প সড়ক দিয়ে ঘুরে যেতে হচ্ছে মানুষকে। এতে একদিকে যেমন তাদের দুর্ভোগে পড়তে হচ্ছে অন্যদিকে সময়ও বেশি লাগছে। জানা যায়, বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কের বোচাগঞ্জ উপজেলার সেনিহারি নামক স্থানে হলদিয়া নদীর ওপর নির্মিত মানিকপীড় সেতুটি চলতি বছরের ১৯ মে দেবে যায়। স্থানীয় প্রশাসন ওইদিন থেকেই মোটরসাইকেল ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয় এ সেতু দিয়ে। চলাচলকারী যানবাহন ও পথচারীদের সর্তকতায় দুই পাশে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। ফলে চার উপজেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ব্রিজটি দেবে যাওয়ায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, রানীসংকৈল, হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলার সঙ্গে দিনাজপুর জেলার যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিকল্প রাস্তা হিসেবে বোচাগঞ্জ উপজেলার বকুলতলা-বীরগঞ্জ সড়ক দিয়ে অনেক পথ ঘুরে যেতে হচ্ছে এ রুটের যানবাহনকে। স্থানীয়রা জানান, ওভারলোড যানবাহন, অতিবৃষ্টি ও ব্রিজের তলদেশ পর্যন্ত নদী খনন করাই ব্রিজটি দেবে যাওয়ার অন্যতম কারণ। স্থানীয় প্রশাসন দেবে যাওয়া অংশে তাৎক্ষণিকভাবে বালুর বস্তা ফেলেছে এবং দুই পাশে চলাচলকারী যানবাহন ও পথচারীদের সতর্কতায় সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে ঠাকুরগাঁও জেলার চার উপজেলার মানুষ ও যানবাহন দিনাজপুরসহ ঢাকা যাতায়াত করে থাকেন। এসব উপজেলার সঙ্গে দিনাজপুর, রংপুর, বগুড়া ও ঢাকার দূরত্ব অনেক কম হওয়ায় যাত্রীসহ যানবাহন এখান দিয়ে চলাচল করত। প্রায় সাড়ে তিন মাস ধরে ব্রিজটির ওপর দিয়ে বড় ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তি শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ। বোচাগঞ্জ উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবীর বলেন, বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কটি গুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়ে ঠাকুরগাঁওয়ের চারটি উপজেলার মানুষ ও যানবাহন দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। ব্রিজটি দেবে যাওয়ায় ওইসব এলাকার বাসিন্দারা দুর্ভোগে রয়েছেন। সেখানে নতুন ব্রিজ নির্মাণের জন্য প্ল্যান করে ইতোমধ্যে আমরা সংশ্লিষ্ট অফিসে পাঠিয়েছি। আশা করছি দ্রুত ব্রিজটি নির্মাণ কাজ শুরু করা যাবে।

সর্বশেষ খবর