শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

নির্মাণের ১০ বছরেও চালু হয়নি বাস টার্মিনাল

মেহেরপুর প্রতিনিধি

নির্মাণের ১০ বছরেও চালু হয়নি বাস টার্মিনাল

মেহেরপুরের নতুন বাস টার্মিনাল -বাংলাদেশ প্রতিদিন

নির্মাণের এক দশক পেরিয়ে গেলেও চালু হয়নি মেহেরপুরের নতুন বাস টার্মিনাল। শহরের প্রাণকেন্দ্র হোটেল বাজার এলাকায় প্রধান সড়ক দখল করে টিকিট কাউন্টার খুলে চালানো হচ্ছে পরিবহন ব্যবসা। ফলে যানজটের পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন বাস টার্মিনালে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। সামান্য বৃষ্টিতেই ছাদ গড়িয়ে পানি পড়ছে ভিতরে। প্রাচীরসহ বিভিন্ন অবকাঠামো উদ্বোধনের আগেই বিনষ্টের পথে। বাস টার্মিনালটি চালু করতে নতুন করে সংস্কার করতে হবে বলে জানান সংশ্লিষ্টরা। মেহেরপুর পৌরসভা সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৫ জুন মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে শহরের উপকণ্ঠে আট দশমিক ৪০ একর জমির ওপর টার্মিনাল নির্মাণ কাজ শুরু হয়। ১ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে মাটি ভরাট, টার্মিনাল ভবন নির্মাণ, টার্মিনালের সম্মুখভাগে সীমানা প্রাচীর, পুলিশ বক্স ও রেস্টুরেন্ট নির্মাণ করা হয়। ২০১২ সালে নির্মাণ কাজ শেষ হলে টার্মিনাল দৃশ্যমান হয়। তখন থেকে কয়েকবার আলোচনা হলেও পরিবহন মালিক ও শ্রমিকদের বাধার কারণে চালু হয়নি টার্মিনালটি। বর্তমান মেয়র মাহফুজুর রহমান রিটন দেড় বছর আগে বাস টার্মিনাল চালুর উদ্যোগ নিলেও অদৃশ্য কারণে বাস্তবায়ন হয়নি। শহরে যানজট নিরসনে টার্মিনাল চালু করতে বার বার পৌরসভাকে তাগিদ দিচ্ছে পুলিশ প্রশাসন। ট্রাফিক পুলিশ পরিদর্শন (টিআই-১) ফেরদৌস হাসান বলেন, মেহেরপুর শহরের যানজট দূর করতে পূর্ণাঙ্গভাবে নতুন বাস টার্মিনালটি চালুর বিকল্প নেই। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, টার্মিনালটি চালু করতে প্রয়োজন ইয়ার্ড, লাইটিং ও সারফেস ড্রেনসহ, সীমানা প্রাচীর ও ভবন সংস্কার। চলতি বছরই অর্থ বরাদ্দ পাওয়া যাবে। আশা করছি খুব দ্রুতই টার্মিনালটি চালু করতে পারব।

সর্বশেষ খবর