শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ফুটপাত দখল করে ব্যবসা

গাইবান্ধা প্রতিনিধি

ফুটপাত দখল করে ব্যবসা

গাইবান্ধার পুরানো জেলখানা এলাকায় ফুটপাতে পণ্যের পসরা -বাংলাদেশ প্রতিদিন

গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয় থেকে পূর্বপাড়া পর্যন্ত সড়ক ফোরলেন করা হলেও এর সুবিধা ভোগ করতে পারছেন না জেলাবাসী। রাস্তার দুই পাশে নির্মিত ফুটপাত কাম ড্রেনের বেশিরভাগ বেদখল হয়ে গেছে। বাধ্য হয়ে ফুটপাত বাদ দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটতে হচ্ছে পথচারীদের। আবার রাস্তার দুই পাশে ও গুরুত্বপূর্ণ মোড় ব্যাটারিচালিত অটোবাইক ও রিকশা দখল করে রাখায় সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। জানা যায়, গাইবান্ধা শহরকে যানজটমুক্ত করতে পলাশবাড়ী উপজেলার ঢাকা-রংপুর মহাসড়ক থেকে গাইবান্ধা শহরের পূর্বপাড়া পর্যন্ত সড়ক সম্প্রসারণের কাজ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। ২১ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এ সড়কের দুই দশমিক ৫ কিলোমিটার অংশ গাইবান্ধা পৌর শহরের ভিতর পড়েছে। ডিবি রোড হিসেবে পরিচিত এই সড়কের ডিসি অফিস এলাকা, হকার্স মার্কেট, ১ নম্বর রেলগেট, পুরনো জেলখানা সংলগ্ন চৌমাথা, পুরনো বাজারের সামনের সড়কে সকাল থেকে সারাদিনই থাকছে যানজট। মূলত এসব এলাকায় সড়কের ওপর অবৈধভাবে ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশা, ভ্যান ও মালামাল লোড-আনলোড করার জন্য ট্রাক দাঁড় করিয়ে রাখায় যানজট দেখা দিচ্ছে। এসব এলাকার ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো যেমন ড্রেন ও ফুটপাতের ওপর মালামাল, স্ট্যান্ড সাইনবোর্ড রেখে দখল করে ফেলেছেন তেমনি হকাররা নানা পণ্য নিয়ে বিক্রির জন্য বসে পড়েছেন। এই সড়ক ছাড়াও শহরের সিনেমা হল সড়ক, স্টেশন রোড, শনিমন্দির রোড, শচীন চাকী সড়ক, ভি-এইড রোড, পার্ক রোড, স্কুল লেন প্রতিটি সড়কের একই অবস্থা। হকারদের দখল এবং প্রতিষ্ঠিত ব্যবসাপ্রতিষ্ঠান, হোটেল, চায়ের দোকান বিনা বাধায় ফুটপাত ও ড্রেন দখল করে বসে আছেন। অন্যদিকে ৫-৬টি শপিং সেন্টার ও মার্কেটে পার্কিংয়ের জায়গা না রাখায় ফুটপাত দখল করে যানবাহন রাখা হচ্ছে। গাইবান্ধা পৌর মেয়র মতলুবর রহমান বলেন, আমরা বিভিন্ন সময় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালাই কিন্তু পরবর্তীতে আবার তারা দখল নিয়ে ব্যবসা শুরু করে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর