শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

আট মাসে ৮৭৭ নরমাল ডেলিভারি

খানসামা স্বাস্থ্য কমপ্লেক্স

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে চলতি বছরের গত আট মাসে ৮৭৭ জন গর্ভবতী মায়ের নরমাল ডেলিভারি করে দৃষ্টান্ত স্থাপন করেছে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আর এটি সম্ভব হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ সবার একসঙ্গে টিম ওয়ার্কের মাধ্যমে বললেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শামসুদ্দোহা মুকুল। অদক্ষ ধাত্রীর হাত থেকে প্রসূতি মায়েদের রক্ষা এবং নিরাপদে নরমাল ডেলিভারি করাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসক, নার্স ও মিডওয়াইফররা টিম ওয়ার্ক করেন। নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব করতে প্রসূতিদের উদ্বুদ্ধকরণ প্রচারণায় তারা বিভিন্ন কৌশলও কাজে লাগিয়েছেন। এ জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে প্রসূতি নারীদের বিনামূল্যে ‘প্রসূতি কার্ড’ দেওয়া হয়। এরপর ডেলিভারি না হওয়া পর্যন্ত চলে কাউন্সিলিং আর ফ্রি চেকআপ। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরাও নিজেরা বিভিন্ন স্থানে গিয়ে কাউন্সিলিং প্রদান করেন। এ ছাড়া হটলাইনের মাধ্যমে সার্বক্ষণিক পরামর্শ, বিনামূল্যে ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নরমাল ডেলিভারিতে প্রসূতিদের আগ্রহী করা হয়। খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ মিলে টিম ওয়ার্কের মাধ্যমে চলতি বছরের জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর মাস পর্যন্ত ৮৭৭টি নরমাল ডেলিভারি হয়েছে। গত ২০২১ সালে নরমাল ডেলিভারি হয়েছে ১ হাজার ৩৮০টি। অন্যদিকে প্রসব পূর্ববর্তী এএনসি সেবা নিয়েছে ৪ হাজার ৩১১ জন এবং প্রসব পরবর্তী পিএনসি সেবা নিয়েছে ১ হাজার ৫১১ জন। যার ফলে গত তিন বছর ধরে স্বাস্থ্যসেবায় বিভাগের দ্বিতীয় ও তৃতীয় ও জেলার প্রথম হয়েছিল খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ ছাড়া বেস্ট ফিডিং কর্নার, ওআরটি কর্নার, অটিজম কর্নার, এএনসি ও পিএনসি এবং কেএমসি কর্নার চালুর মাধ্যমে হাসপাতালটিকে শিশুবান্ধব হিসেবে গড়ে তোলা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসবের উদ্যোগ সফলতা লাভ করায় এটি রংপুর বিভাগে মডেল হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে।

সর্বশেষ খবর