শিরোনাম
শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সাত ট্রাক সারে ভেজাল, গ্রেফতার ১৩

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

চট্টগ্রামের পতেঙ্গা টিএসপি কমপ্লেক্স থেকে বগুড়া বাফার গুদামে আসা সাত ট্রাক সার ভেজাল প্রমাণিত হয়েছে। ঢাকার সাভারে যাত্রাবিরতিতে সাতটি ট্রাক থেকে আসল সার নামিয়ে নকল সার উত্তোলন করে বগুড়ায় নিয়ে আসা হয়। এ কান্ডে জড়িত থাকার অভিযোগে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার রাতে ১৩ জনকে গ্রেফতার করেছেন। তারা সবাই ট্রাকচালক, হেলপার ও সার পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারী। র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পে গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তৌহিদুল মোবিন খান। তিনি বলেন, ২৭ আগস্ট চট্টগ্রামের পতেঙ্গা টিএসপি কমপ্লেক্স থেকে এমএইচআর এন্টারপ্রাইজের ১২ ট্রাক টিএসপি সার নিয়ে বগুড়া আসছিল। পথে ঢাকার সাভারে যাত্রাবিরতিতে সাতটি ট্রাক থেকে আসল সার নামিয়ে নকল সার উত্তোলন করা হয়। ২৯ আগস্ট সাত ট্রাক টিএসপি সার বগুড়ার বাফার গুদামে আসে। ট্রাকগুলোয় ভেজাল সার আছে খবরে জেলা প্রশাসন পরীক্ষা ছাড়া সার খালাস বন্ধ করে দেয়। নমুনাগুলো পরীক্ষার পর জানা যায় সারগুলো ভেজাল বা ভিন্ন মিশ্রণ রয়েছে।

সর্বশেষ খবর