শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

আমদানির খবরে গমের বাজারে স্বস্তি

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ভারত থেকে গম আমদানি শুরু হওয়ায় স্থানীয় বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। ঊর্ধ্বগতির বাজারে সুখবরের হাওয়ায় ভোগ করতে না পারলেও স্বস্তির আমেজে রয়েছেন জয়পুরহাটবাসী। আমদানিকারক প্রতিষ্ঠান জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা শহরের মেসার্স রেনু কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী নাফিস হাকিম মন্ডল জানান, ভারত থেকে আমদানি করা ২ হাজার ৪৫০ মেট্রিক টন গম মালবাহী ট্রেনযোগে নিয়ে এসে জয়পুরহাট স্টেশনে খালাস করার কাজ চলছে।  তিনি বলেন, ‘দেশে চাল ও আটার মূল্য বৃদ্ধি হওয়ায় আমার ব্যবসায়িক লাভের পাশাপাশি দেশের মানুষকে  কিছুটা  হলেও কম দরে খাদ্য সরবরাহ করার লক্ষে গম আমদানি করছি। গম আমদানির লক্ষে ৬ মাস আগে এলসি করা হলেও ভারতে রপ্তানি নীতি ও আইনগত জটিলতার কারণে দীর্ঘ ৬ মাস অপেক্ষার পর গত দুই দিন আগে রবিবার থেকে গম আমদানি শুরু করা হয়েছে বলেও জানান আমদানিকারক নাফিস। জয়পুরহাট রেলস্টেশন মাস্টার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের বিহার রাজ্য থেকে মালবাহী ট্রেনের ৪২টি বগিতে  করে মোট ২ হাজার ৪৫০ মেট্রিক টন গম জয়পুরহাটে নিয়ে আসা হয়েছে, যেগুলো খালাস করার কাজ চলছে। এতে ভাড়া বাবদ সরকারি কোষাগারে জমা পড়েছে ৯ লাখ ৫৮ হাজার টাকা। গম খালাস শেষে ট্রেনটি ফিরে যাবে। 

সর্বশেষ খবর