শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

কারখানার বর্জ্যে বিষাক্ত পরিবেশ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

কারখানার বর্জ্যে বিষাক্ত পরিবেশ

গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন এলাকায় গড়ে ওঠা ওয়াশিং, ডাইং, ওষুধ ও কেমিক্যাল কারখানার বিষাক্ত তরলবর্জ্য ও বিভিন্ন কারখানার ময়লা আবর্জনায় দূষণ হচ্ছে পরিবেশ। কারখানার বিষাক্ত তরলবর্জ্যে কৃষি জমি, খাল ও নদে নির্গত হওয়া এবং যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারণে জীববৈচিত্র্যের মান নানাভাবে ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশের ছাড়পত্র ব্যতিরেকে কোনো এলাকায় শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা যাবে না। অথচ এর কোনো বালাই মানছেন না কারখানা মালিকরা। শত শত মালিক নামে বেনামে প্রতিষ্ঠান স্থাপন করে পরিবেশের নিয়মনীতি না মেনেই কারখানা পরিচালনা করে আসছেন। এদের বিরুদ্ধে রহস্যজনক কারণে গাজীপুর পরিবেশ অধিদফতর কর্তৃক কোনো আইনি ব্যবস্থা না নেওয়ায় এর ভয়াবহতা বেড়েই চলছে। সরেজমিন ঘুরে জানা যায়, গাজীপুরের টঙ্গীতে কারখানার বিষাক্ত তরলবর্জ্য ও বিভিন্ন কারখানার ময়লা আবর্জনায় দূষণ হচ্ছে পরিবেশ। এ ছাড়া অনেক আবাসিক এলাকায় গড়ে ওঠা এসব কারখানায় নেই পরিবেশ ছাড়পত্র, নেই ফায়ার লাইসেন্স, নেই ইটিপি, নেই সেফটিক কমিটি, নেই বৈধ গ্যাস নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা, শব্দ দূষণ, বায়ুদূষণ রয়েছে শিশু শ্রমিকসহ নানা সমস্যায় জর্জরিত। এ বিষয়ে কলকারখানা অধিদফতর, পরিবেশ অধিদফতরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উল্লেখযোগ্য পদক্ষেপ না নেওয়ায় চরম ভোগান্তির শিকার এলাকাবাসী, নদ-নদী, কৃষি জমি ও পরিবেশ। এর মধ্যে শিল্প নগরীর টঙ্গী ৪৭নং ওয়ার্র্ড শিলিমুন, মরকুন, বিসিক, আরিচপুর মিরেশপাড়া, পাগাড়, গোপালপুর, দেওড়া, মুদাফা, গাজীপুরাসহ বিভিন্ন এলাকায় শত শত কারখানায় নেই (ইটিপি) বর্জ্য শোধনাগার। নেই পরিবেশ ছাড়পত্র। অনেক কারখানায় ইটিপি থাকলেও ব্যবহার হচ্ছে না। অবৈধভাবে বাইপাস লাইনের মাধ্যমে তরলবর্জ্য নদে নির্গত হচ্ছে। আবার কেউ কেউ ইটিপি স্থাপনের নামে বছরের পর বছর ধরে কালক্ষেপণ করেছেন। এ ছাড়া কারখানা কর্র্তৃপক্ষের বিষাক্ত স্লাজ ব্যবস্থাপনায় নেই কার্যকর ভূমিকা। যার ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি  হচ্ছে।

টঙ্গীর শিলমুন এলাকার বাসিন্দা আবদুর রশিদ বলেন, শিলমুন এলাকায় ২০ থেকে ২৫টি ওয়াশিং কারখানা রয়েছে। এর মধ্যে হাতেগোনা কয়েকটির ইটিপি রয়েছে। নেই বৈধ গ্যাস, নেই পরিবেশ ছাড়পত্র। গাজীপুর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক নয়ন বলেন, যেসব প্রতিষ্ঠানে ইটিপি নেই তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর