সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ডোপ টেস্ট বন্ধ, ঝুলে আছে ৩ হাজার ড্রাইভিং লাইসেন্স

কুষ্টিয়া প্রতিনিধি

ডোপ টেস্ট বন্ধ, ঝুলে আছে ৩ হাজার ড্রাইভিং লাইসেন্স

পেশাদার গাড়িচালকদের জন্য নতুন ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন করতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে সরকার। চলতি বছরের ৩০ জানুয়ারি থেকে সারা দেশে এ নির্দেশনা কার্যকর হওয়ার কথা থাকলে এ ক্ষেত্রে কুষ্টিয়া জেলায় ডোপ টেস্ট চালু হয় গত ১৫ জুন থেকে। দীর্ঘ প্রায় ৬ মাস পর ডোপ টেস্ট চালু হলেও কিট সংকটের কারণে মাত্র দেড় মাসের মাথায় হঠাৎ করেই ডোপ টেস্ট বন্ধ হয়ে গেছে। এ কারণে প্রায় ৩ হাজার পেশাদার ড্রাইভিং লাইসেন্স ঝুলে রয়েছে। এদিকে ডোপ টেস্ট না হওয়ায় নতুন লাইসেন্স ইস্যু ও নবায়ন করতে না পাওয়ায় রাস্তায় রাস্তায় পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে চালকদের। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন টেস্ট কিট ফুরিয়ে যাওয়ার কারণে এ সংকট সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কুষ্টিয়া জেলা কার্যালয়ের তথ্য মতে, কুষ্টিয়া বিআরটিএ থেকে বিগত আগস্ট মাসের ২২ তারিখ পর্যন্ত মোট ৩ হাজার ২২০ জন চালকের নতুন লাইসেন্স ইস্যু ও নবায়নের জন্য ডোপ টেস্ট সম্পন্ন করার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের দফতরে নামের তালিকা পাঠানো হয়। এর মধ্যে ৯৬৫ জনের ডোপ টেস্টের ফলাফল পাওয়া গেছে। এদের ১৫ জনের পজিটিভ আসায় লাইসেন্স প্রদান স্থগিত করা হয়েছে। এখনো ফলাফলের অপেক্ষায় আছে ২ হাজার ২৫৫ জন। এদিকে বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষমান তালিকা প্রায় ৩ হাজারের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। কবে কিট হাতে এসে পৌঁছাবে এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। এ ব্যাপারে কুষ্টিয়া বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. নূরুল ইসলাম জানান, কুষ্টিয়ায় আবারও ডোপ টেস্ট জটিলতা দেখা দিয়েছে।

সর্বশেষ খবর