সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সরকারি জমিতে ঘর তুলে চলাচল বন্ধের অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি

সরকারি জমিতে ঘর তুলে চলাচল বন্ধের অভিযোগ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সরকারি জমিতে ঘর তুলে প্রতিবেশীদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ওই পরিবারগুলোর প্রায় শতাধিক মানুষ চলাচল করতে পারছে না। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। গতকাল দুপুরে ভজনপুর ইউনিয়নের প্রধানগছ গ্রামের নিজ বাড়িতে ভুক্তভোগী সাতটি পরিবার ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী ও তার ছেলে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, একই গ্রামের মোহাম্মদ আলী নিজের নাামে জমি থাকা সত্ত্বেও তথ্য গোপন রেখে কয়েক বছর আগে ভূমিহীন হিসেবে ১৯ শতক সরকারি খাস জমি লিজ নিয়ে বাড়ি করেন। কিন্তু হঠাৎ করে মোহাম্মদ আলী ও তার ছেলে লিজ নেওয়া জমিতে সরকারি নির্দেশ অমান্য করে প্রতিবেশীদের চলাচলের রাস্তা বন্ধ করে অবৈধভাবে পাকা ঘর নির্মাণ শুরু করেন। এতে বন্ধ হয়ে যায় ওই এলাকার ভুক্তভোগী সাতটি গরিব পরিবারের প্রায় অর্ধ শতাধিক মানুষের চলাচল। শুধু রাস্তা বন্ধই নয়, অভিযোগ আছে প্রতিবেশীর জমি দখল করেও পাকা ঘর নির্মাণ করছেন অভিযুক্ত মোহাম্মদ আলী ও তার ছেলে দেলোয়ার। বিষয়টি সমাধানের জন্য ভুক্তভোগীরা উপজেলা সহকারী ভূমি কমিশনার ও জেলা প্রশাসনের কাছে লিখিতি অভিযোগ করেও কোনো সমাধান না পেয়ে সংবাদ সম্মেলন করেন। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে মোহাম্মদ আলী ও দেলোয়ার হোসেন জানান, এই জমি পত্তন নেওয়া হয়েছে। সরকার খাস জমিতে দালানকোঠা নির্মাণ করতে পারলে আমরা পারব না কেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ভুক্তভোগী ছিদ্দিক আলী, মিজানুর রহমান, হাবিবুর রহমান, তার মা সালেহা খাতুন, শাহীন আলমসহ অনেকে। রাস্তা বন্ধ করার অভিযোগ অস্বীকার করেন তিনি। এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর