সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

হত্যার চার দিন পর বিচ্ছিন্ন মাথা উদ্ধার

প্রধান আসামি গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় চাঞ্চল্যকর চা বিক্রেতা ইয়াসিন আলী হত্যার চার দিন পর তার দেহ থেকে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করেছেন র‌্যাব-৬ এর সদস্যরা। গতকাল সকালে সাতক্ষীরা বাইপাস সড়কের কালভাটের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় তার মাথাটি উদ্ধার করা হয়। গত ৩১ আগস্ট সকালে বকচরা এলাকার একটি জলাশয় থেকে ইয়াসিন আলীর মস্তকবিহীন দেহ উদ্ধার করে পুলিশ।

চাঞ্চল্যকর এই হত্যার ঘটনায় র‌্যাব-৬ এর সদস্যরা গতকাল ভোররাতে অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর খালচর বস্তির নিজবাড়ি থেকে হত্যার মূল পরিকল্পনাকারী ভ্যানচালক শেখ জাকির হোসেনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন। পরে র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহমেদের নেতৃত্বে র‌্যাবের একটি দল আসামি জাকিরকে নিয়ে ইয়াসিনের মস্তক উদ্ধার করে।

সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে সাংবাদিকদের নিয়ে একটি ব্রিফিং করে র‌্যাব জানায়, পাওনা টাকা না পেয়ে ইয়াসিনকে একাই গলা কেটে হত্যা করে জাকির। পরে সুযোগ বুঝে দেহ ও বিচ্ছিন্ন মাথা একটি জলাশয়ে ফেলে দেন।

সর্বশেষ খবর