বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

শরণখোলা-মোরেলগঞ্জ বাস বন্ধ, ভোগান্তি

বাগেরহাট প্রতিনিধি

শরণখোলা-মোরেলগঞ্জ বাস বন্ধ, ভোগান্তি

বাস ও মিনিবাস মালিক সমিতির দুই নেতার স্বেচ্ছাচারিতার প্রতিবাদে বাগেরহাটের শরণখোলা-মোরেলগঞ্জ রুটে বাস বন্ধ করে দিয়েছেন সাধারণ মালিক ও শ্রমিকরা। গতকাল সকাল থেকে এ রুটে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বাসমালিক মীর আজাদ রানা, মাহাবুব হোসেন শেলু, মামুন আকন, খালিদ, জামাল শেখ ও ইব্রাহীম তালুকদার জানান, বর্তমান মালিক সমিতির কোনো বৈধতা নেই। তারা গায়ের জোরে পদ দখল করে বাণিজ্য করছেন। প্রতিদিন বাস রায়েন্দা থেকে বাগেরহাটে সরাসরি চলাচল করে। এই রুটে প্রতি ১০ দিন পর পর লটারির মাধ্যমে একেক মালিকের বাস নির্ধারণ করা হয়। কিন্তু সমিতির দুই নেতা ইচ্ছেমতো বাগেরহাট মালিক সমিতির সঙ্গে যোগসাজশে তাদের পছন্দমতো বাস নির্ধারণ করেন। এ ব্যাপারে শরণখোলা-মোরেলগঞ্জ-মোংলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ বলেন, শরণখোলা-মোরেলগঞ্জ রুটে প্রতিদিন চলাচল করে ৩০-৩৫টি বাস। এর মধ্যে কমপক্ষে ২৫টি বাসের কোনো লাইসেন্স এবং ফিটনেস নেই। অধিকাংশ বাসচালকেরও লাইসেন্স নেই। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এসবের প্রতিবাদ করায় লাইসেন্স এবং ফিটনেসবিহীন বাসমালিকরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। শরণখোলার ইউএনও নূর-ই আলম সিদ্দিকী বলেন, শরণখোলা-মোরেলগঞ্জ রুটের বাস চলাচল বন্ধের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর