বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

মেডিকেল কলেজে তালা কর্মচারীরা অবরুদ্ধ

নোয়াখালী প্রতিনিধি

শতভাগ শিক্ষার্থীর আবাসিক সুবিধা নিশ্চিতকরণসহ ছয় দফা দাবিতে গতকাল বেলা ১১টা থেকে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে অভিযুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আন্দোলনের মুখে বিকাল ৫টায় অধ্যক্ষ অধিকাংশ দাবি পূরণ করলে শিক্ষার্থীরা ফিরে যান। এর আগে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন তারা। আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুস সালাম প্রধান ফটকে তালা দেওয়ার ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, শিক্ষার্থীদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে এবং কাজও শুরু হয়েছে। এখন আর কোনো সমস্যা নেই। কর্মচারীদের আচরণ বিষয়ে সতর্ক করা হয়েছে।

সর্বশেষ খবর