বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ক্ষতিকারক কীটনাশকে জমির ধান নষ্ট

ঝিনাইদহ প্রতিনিধি

ক্ষতিকারক কীটনাশকে জমির ধান নষ্ট

ঝিনাইদহের মহেশপুরে আমন খেতে ক্ষতিকারক কীটনাশক ছিটিয়ে ৪৫ শতক জমির ধান গাছ নষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী দুই কৃষক জামাল আলী ও সিরমান আলী। ঘটনাটি ঘটেছে উপজেলার মান্দাবাড়িয়া ইউনিয়নের শংকরহুদা গ্রামে। জানা যায়, কৃষক জামাল আলী ও তার ভাই সিরমান আলী ৪৫ শতক জমিতে আমন ধান রোপণ করেন। গত সোমবার রাতে কে বা কারা খেতে ক্ষতিকর ওষুধ স্প্রে করে। এতে ধান গাছ বিবর্ণ হয়ে মরে যাচ্ছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সর্বশেষ খবর