বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ইবির প্রধান ফটকে তালা ভোগান্তি শিক্ষক-শিক্ষার্থীর

ইবি প্রতিনিধি

ইবির প্রধান ফটকে তালা ভোগান্তি শিক্ষক-শিক্ষার্থীর

বাজেটের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে তালা দিয়ে আন্দোলন করেছেন খেলোয়াড়রা। গতকাল বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত গেট বন্ধ রাখেন আন্দোলনকারীরা। এতে ভোগান্তিতে পড়েন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। জানা যায়, আগামী ১৩ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পস শুরু হবে। খেলোয়াড়দের ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেটবলসহ ১১ ধরনের খেলায় অংশগ্রহণের সক্ষমতা রয়েছে। বাজেট কম থাকায় চারটি দল অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর ১১ ধরনের ক্যাটাগরির খেলায় অংশগ্রহণের দাবিতে মেইন গেট বন্ধ করে আন্দোলন শুরু করেন খেলোয়াড়রা। দেড় ঘণ্টা পর ক্রীড়া বিভাগের পরিচালক তাদের দাবি উপাচার্য মেনে নিয়েছেন বলে জানালে আন্দোলন স্থগিত করেন। একই দাবিতে গত সোমবার ক্রীড়া বিভাগের গেটে তালা দিয়ে এবং উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন তারা। তখন ক্রীড়া বিভাগের কর্মকর্তারা অবরুদ্ধ থাকেন।

সর্বশেষ খবর