বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

হেফাজতের বিরুদ্ধে মামলায় বিএনপি নেতা-কর্মীকে হয়রানি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিএনপি নেতা-কর্মীরা মাঠে নামলেই তাদের গ্রেফতার করে ২০১৬ ও ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তা-বের মামলায় জেলহাজতে পাঠানো হচ্ছে। গতকাল ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্তের আহ্বান জানিয়ে লিখিত বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান। এতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপিকে নিশ্চিহ্ন করতে হাতিয়ার হিসেবে হেফাজতের বিরুদ্ধে মামলাগুলো ব্যবহার করা হচ্ছে। এ পর্যন্ত বিএনপির দুই শ থেকে আড়াই শ নেতা-কর্মীকে এসব মামলায় গ্রেফতার করা হয়েছে। নেতা-কর্মীর বাড়িতে প্রতিনিয়ত তল্লাশির নামে ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে পুলিশ। সংবাদ সম্মেলনে  হাফিজুর রহমান মোল্লা কচি, জহিরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর