বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বারোমাসি আম চাষে ঝুঁকছেন চাষিরা

মেহেরপুর প্রতিনিধি

থাইল্যান্ড থেকে আমদানি করা সুমিষ্ট বারোমাসি আম মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাঠে চাষ হচ্ছে। তাই গাছে মুকুল আর কাঁচা-পাকা আম ঝুলছে একসঙ্গে। অসময়ে উৎপাদিত এ আমের চাহিদা ও দাম বেশি হওয়ায় এ আম চাষে ঝুঁকছেন এলাকার চাষিরা। সদর উপজেলার আমঝুপি গ্রামের এনজিও কর্মী মঈন উল আলম গত বছর তার ২ বিঘা ৫ কাঠা মাঠের জমিতে প্রায় ২৪০টি কাঠিমন জাতের আমের চারা রোপণ করেছেন। এতে তার খরচ হয়েছে প্রায় ৬৫ হাজার টাকা। বছর ঘুরতে না ঘুরতে গাছে গাছে মুকুল আর কাঁচা-পাকা আম ঝুলছে। আমচাষি মঈন উল আলম জানান- নতুন গাছ হলেও এ বছর তার বাগানে গাছে গাছে মুকুল আর কাঁচা-পাকা আম ধরেছে। প্রতিটি আমের ওজন প্রায় ৩০০ থেকে ৩৫০ গ্রাম হবে। কয়েক দিন আগে তিনি তার বাগান থেকে ৮ মণ আম তুলেছেন। ঢাকায় এ আম প্রতি কেজি ২৫০ টাকা দরে বিক্রি করেছেন। বছরে  বাগান পরিচর্যা ও সার-বিষ বাবদ খরচ হচ্ছে বিঘা প্রতি ১০ হাজার টাকা। দিনে দিনে এ বাগানের ফলন বৃদ্ধি পাবে। জেলা ক্যাবের সভাপতি রফিক উল আলম বলেন- সুস্বাদু ও পুষ্টিগুণে ভরা অসময়ের এ আমের চাহিদা ও দাম বেশি হওয়ায় কাঠিমন আম এ জেলার আম চাষিদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারে।

সর্বশেষ খবর