বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সমবায় সমিতির ফাঁদে নিম্ন আয়ের নারী

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে গণজাগরণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের মালিকের ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে পড়েছেন নিম্ন আয়ের অসহায় প্রায় অর্ধশতাধিক নারী। অল্প সুদের প্রলোভন দিয়ে লোন দেওয়ার সময় ব্লাংক চেকে স্বাক্ষর নিয়ে তারপর ওই চেকে ইচ্ছেমতো টাকার অঙ্ক বসিয়ে দেওয়া হচ্ছে গ্রাহকের নামে মামলা। এতে এক নারী দুই মাস তিন দিন জেল খেটে বুধবার বাড়িতে এসেছেন আর অনেক নারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় ভয়ে বাড়ি থেকে পালিয়ে গেছেন। এতে এলাকাবাসী ক্ষীপ্ত হলে স্থানীয় চেয়ারম্যান সমিতির কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। বিষয়টি প্রকাশের পর গতকাল এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সুতিপাড়া ইউনিয়নের নওগাঁও বাজারে। জানা গেছে, ধামরাইয়ের উপজেলা সমবায় অফিস থেকে গণজাগরণ সঞ্চয় ও লোনদান সমবায় সমিতি লি. নামে গত ২০১২ সালের ৩০ মে ৭৩৩ নম্বর রেজিস্ট্রেশন দেওয়া হয় বাখুলি গ্রামে। এ নম্বর নিয়ে নওগাঁও গ্রামের মৃত আমান উল্লাহর ছেলে মো. আসাদ উল্লাহ (৫৩) নওগাঁও বাজারে একটি অফিস নিয়ে লোন কার্যক্রম শুরু করেন। তিনি বাড়িতে বাড়িতে গিয়ে অসহায় নারীদের টার্গেট করে ৫০ থেকে ৭০ হাজার টাকা লোন দিতেন। আর লোনের বিপরীতে কৌশলে গ্রাহকের সই স্বাক্ষর করা ব্লাংক চেক নিতেন। অনেকে কয়েক কিস্তি টাকা দেওয়ার পরই তার নামে ওই ব্লাংক চেকে ইচ্ছেমতো অঙ্ক বসিয়ে দেন আদালতে মামলা। এভাবে অর্ধশতাধিক নারী সদস্যের নামে মামলা দিয়েছেন তিনি। এ মামলায় গ্রেফতারের ভয়ে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন অনেকে। আর জেল খেটেছেন কয়েকজন।

সর্বশেষ খবর