বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

হেরোইন বিক্রেতার যাবজ্জীবন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে হেরোইন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে   শেখ মনিরুল ইসলাম (৫২) নামে এক মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আসামির উপস্থিতিতে গতকাল বাগেরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তপন রায় এ রায় প্রদান করেন। একই মামলায় মো. লিটু ওরফে লিটু পাইক নামে একজনকে  বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলার বিবরণ থেকে জানা  গেছে, ২০১৩ সালের ২৩ ফেব্রুয়ারি বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর জোড়াকবর এলাকার মহাসড়কের পাশ থেকে শেখ মনিরুল ও লিটুকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  সে সময় মনিরুলের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরে জেলা ডিবির উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বাদী হয়ে আটক দু’জনকে আসামি করে ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণের পর গতকাল মনিরুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও অভিযোগ প্রমাণিত না হওয়ায় লিটুকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

সর্বশেষ খবর