শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সড়কে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭

প্রতিদিন ডেস্ক

সড়কে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭

গোপালগঞ্জে দুর্ঘটনাকবলিত বাস

বিভিন্ন স্থানে গতকাল সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- গোপালগঞ্জ : ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা ভেকুর (স্কেভেটর) সঙ্গে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের একজনের নাম বাচ্চু (৫০)। অপরজনের পরিচয় জানা যায়নি। খুলনা : খুলনায় ট্রাকের ধাক্কায় আবদুল হক (৫৫) নামে পুলিশের এক উপপরিদর্শক নিহত হয়েছেন। তিনি খুলনা মহানগরীর খানজাহান আলী থানায় কর্মরত ছিলেন। বুধবার রাতে আফিলগেট বিকেএসপির সামনে বাইপাসে দুর্ঘটনা ঘটে। বাগেরহাট : মোরেলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মিনারা বেগম (৫২) নামে এক নারী নিহত হয়েছেন। সকালে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পল্লীমঙ্গল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর থানার মাস্টারবাড়ি এলাকায় দুপুরে প্রাইভেট কার চাপায় রিকশাভ্যান আরোহী এক ব্যবসায়ী নিহত ও ভ্যানচালক আহত হয়েছেন। নিহত সিরাজুল ইসলাম (৪০) ঢাকার খিলক্ষেত এলাকার বাসিন্দা। ভোলা : দৌলতখান উপজেলার দলিউদ্দিন খায়ের বাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আবুল খায়ের (৩৬) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। মেহেরপুর : রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় খাইরুন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আসিফ (২১)। এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুভর্তি ট্রাকপাচায় রুমকি আক্তার (৫) নামে এক শিক্ষার্থীর পা ভেঙে গেছে। দুর্ঘটনার পর সহপাঠী ও এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

সর্বশেষ খবর