শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সমস্যা জর্জরিত দোনারচর ২০ শয্যার হাসপাতাল

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সমস্যা জর্জরিত দোনারচর ২০ শয্যার হাসপাতাল

দাউদকান্দি পৌর সদরের দোনারচর ২০ শয্যা হাসপাতালটি নানা সমস্যায় জর্জরিত। কোনোরকম জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে আউটডোর। ইনডোরে সব সুবিধা থাকলেও নানা কারণে চালু হয়নি প্যাথলোজি বিভাগ। আল্ট্রাসনোগ্রাম, এক্স-রেসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা বন্ধ থাকায় মেশিনপত্র প্রায় নষ্ট হয়ে গেছে। সরেজমিন দেখা যায়, পুরো হাসপাতালে মাত্র চারটি রুমে বিদ্যুৎ রয়েছে, অন্য কোনো রুমে বিদ্যুৎ নেই। নেই পানি, কয়েকটি দরজা-জানালা ভাঙা। ওয়াশরুমগুলো ব্যবহারের অনুপযোগী। রয়েছে চিকিৎসক ছাড়াও অন্যান্য পদের জনবল সংকট। অফিস সহকারী নেছার উদ্দিন বলেন, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে এ হাসপাতালে আগুন লেগেছিল। তখন বেশ কিছু দরজা, জানালা ও প্রয়োজনীয় জিনিস ক্ষতিগ্রস্ত হয়। এগুলো এখনো মেরামত করা হয়নি। আবাসিক চিকিৎসক হোসনেয়ারা বলেন, নানা সংকটের পরও আমরা নিয়মিত সেবা দেওয়ার চেষ্টা করছি। হাসপাতালে মাত্র চারজন ডাক্তার রয়েছি। প্রতিদিনই ১৫০-১৬০ জন রোগীর সেবা নিতে আসেন।

সর্বশেষ খবর