শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ

গাইবান্ধা প্রতিনিধি

সার, জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল গাইবান্ধায় বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। ডিবি রোডে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে সমাবেশের আয়োজন করে গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদ। সংগঠনের আহ্বায়ক আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচিব মনজুর আলম মিঠু, প্রণব চৌধুরী খোকন, অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামান, গোলাম রব্বানী, কাজী আবু রাহেন শফিউল্যাহ প্রমুখ। বক্তারা বলেন, প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো হচ্ছে অযৌক্তিকভাবে। এসব নিয়ন্ত্রণে সরকারের তেমন কোনো উদ্যোগ নেই। এতে মানুষের নাভিশ্বাস উঠেছে। অবিলম্বে সার, জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দাম কমানোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। সমাবেশ শেষে মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ খবর