সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সড়ক তো নয় যেন ধান খেত

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

সড়ক তো নয় যেন ধান খেত

ফরিদপুরের সদরপুরের হাটকৃষ্টপুর বাজারের সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদাপানিতে সয়লাব হয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীরা জানান, হাটকৃষ্টপুর জিসি তালমা আরএনএইচ সড়কের সদরপুর অংশের প্রায় ২ হাজার মিটার সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর থেকে ৩ কোটি ১৩ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। গত বছরের ১০ ফেব্রুয়ারি টেন্ডারের মাধ্যমে কাজ পান ফরিদপুরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। শিডিউল মোতাবেক গত বছরের ৫ নভেম্বর কাজ সম্পন্ন হওয়ার কথা। কিন্তু প্রায় ৪০০ মিটার এখনো সংস্কার হয়নি। ফলে চরম দুর্ভোগের মধ্যে যাতায়াত করতে হচ্ছে এ সড়ক দিয়ে। সড়কটির মাটি তুলে বালু দিয়ে ভরাটের পর ইটের টুকরো দিয়ে ঢালাই করার কথা ছিল। কিন্তু মাটি তুলে ফেলার পর আর কোনো কাজ না হওয়ায় সড়কটি এখন ছোটখাটো নালায় পরিণত হয়েছে। অল্প বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে সড়কটি। স্থানীয় ব্যবসায়ীরা জানান, জেলার অন্যতম পাট বাজার হাটকৃষ্টপুর বাজার। প্রতিদিন এ বাজার থেকে কয়েক ট্রাক পাট ও সবজি যায় ঢাকাসহ বিভিন্ন জেলায়। সড়কটি খারাপ থাকায় পণ্যসামগ্রী অন্যত্র নিতে পারছেন না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর