সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৮

প্রতিদিন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৮

কুষ্টিয়া ও টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। কক্সবাজারে ট্রাক খাদে পড়ে মারা গেছে দুই রোহিঙ্গা কিশোরী। তিন জেলায় সড়কে আরও তিন প্রাণহানি ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো খবর- কুষ্টিয়া : মিরপুরে সড়ক দুর্ঘটনায় রইচউদ্দিন রণক (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। রণক মিরপুর উপজেলার বলিদাপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে। পুলিশ জানায়, বাড়ি থেকে মোটরসাইকেলে রণক মিরপুরের দিকে রওনা হয়। বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে ২৬ দিন পর চিকিৎসারত অবস্থায় গত শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছে এসএসসি পরীক্ষার্থী আদনান। সে উপজেলার কালিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। কক্সবাজার : উখিয়ার বালুখালীতে গতকাল সকালে ট্রাক খাদে পড়ে দুই রোহিঙ্গা কিশোরীর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- ক্যাম্প-১৫, জি-১২ ব্লকের জিয়াবুল হকের মেয়ে কানেতার (১৪) ও জি-২ ব্লকের আবদুস সালামের মেয়ে নূর কলিমা (১২)। সিদ্ধিরগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মারা গেছেন দুই মোটরসাইকেল আরোহী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢালে গত শনিবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার আবদুর রশিদের ছেলে আমির হামজা (১৮) ও সেলিম রেজার ছেলে শ্রাবণ (১৮)। নরসিংদী : পলাশ উপজেলার কাজিরচর গ্রামে গতকাল সকালে মালবাহী কনটেইনার চাপায় প্রাণ গেছে রুবেল মিয়া (২৬) নামে এক যুবকের। কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় সেকেন্দার হাওলাদার (৭৫) নামে পথচারীর মৃত্যু হয়েছে। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামে বাড়ির সামনে গতকাল এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর