সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকায় আশার আলো

কিশোরগঞ্জ প্রতিনিধি

‘সন্তান অসুস্থ হলে মা-বাবার কষ্টের সীমা থাকে না। ছোট-খাটো কোনো অসুখ নয়। হার্টের সমস্যা, হার্নিয়া, খিঁচুনি, ব্লাড ইনফেকশন, শ্বাসকষ্ট, হরমোনজনিত নানা সমস্যা। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা আমাদের আশার আলো দেখিয়েছে।’ কথাগুলো বলছিলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সৈয়দগাঁও গ্রামের কৃষক জসিমের স্ত্রী আসমা আক্তার। তার দুই সন্তান। বড় ছেলে ওয়াসিম আক্রাম (১৫) ও ছোট ছেলে দীন ইসলাম (১৫ মাস)। ১৫ মাস বয়সী ছেলেটি উপরোক্ত জটিল রোগে ভুগছে। আসমা জানান, সহায় সম্পদ যা ছিল সব বিক্রি করে ৫ লাখ ৭০ হাজার টাকা ওর চিকিৎসায় খরচ করেন। পাশাপাশি আড়াই লাখ টাকা ঋণ নেন। কিন্তু ছেলে সুস্থ হয়নি। এক পর্যায়ে সমাজসেবা অধিদফতরে আবেদন করে ৫০ হাজার টাকা সহায়তা পান। পরিচিত দুজনের পরামর্শে তিনি যোগাযোগ করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী  কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুনের সঙ্গে। তার প্রচেষ্টায় সম্প্রতি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পান ২ লাখ টাকা। এ টাকায় চিকিৎসা হচ্ছে শিশুটির। আসমা জানান, ভারতে গিয়ে চিকিৎসা করাতে সাড়ে ৪ লাখ টাকা প্রয়োজন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকাসহ সব মিলিয়ে তার হাতে আছে ২ লাখ ৩০ হাজার। কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন এলাকার কলেজছাত্রী মহিমা আক্তার জানান, তার বাবা ক্যান্সারে আক্রান্ত। বিভিন্ন মাধ্যমে খবর নিয়ে শেখ হাসিনার ওই বিশেষ সহকারী কাছে গেলে তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লাখ টাকার চেক নিয়ে নিজেই তার বাড়ি দিয়ে যান।

শুধু তারাই নন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকায় আরও অনেকেরই চিকিৎসা চলছে। মসিউর রহমান হুমায়ুন বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই উদার মনের মানুষ। তার কাছ থেকে কেউ খালি হাতে ফিরে যায়নি। তার ত্রাণ তহবিল গরিব-দুঃখী মানুষের জন্য সব সময় খোলা।

 

সর্বশেষ খবর