শিরোনাম
সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বগুড়ায় প্রতিমা ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের একটি কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। উপজেলার ভবানীপুর ইউনিয়নের তিরাইল বিশ্বা নামক স্থানে বেলগাড়ী কালী মন্দিরে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয় পূজা উদযাপন পরিষদসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতারা।

বেলগাড়ী কালী মন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন চন্দ্র সরকার জানান, রবিবার (গতকাল) দুপুরে স্থানীয় এক যুবক মাঠে গরুর ঘাস কাটতে যান। তিনি মহাশশ্মান এলাকায় গেলে দেখেন কালী মন্দিরের প্রধান ফটকের তালা ভাঙা। ভিতরে রাখা প্রতিমার বিভিন্ন অংশ ভেঙে মাটিতে পড়ে আছে। ওই যুবক গ্রামে গিয়ে ঘটনা জানান। শেরপুর থানার ওসি আতাউর রহমান খন্দকার বলেন, প্রতিমা ভাঙচুরে জড়িতদের সনাক্ত করতে কাজ শুরু হয়েছে। দ্রুততম সময়ের মধ্যেই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে। ইউএনও ময়নুল ইসলাম বলেন, বিষয়টি গুরুতের সঙ্গে দেখা হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর