সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

উত্তরা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরের আবদুলপুর রেল স্টেশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল বেলা সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। তবে ঘটনার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি চালু করা হয়। আবদুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়া উদ্দিন ও স্থানীয়রা জানান, সকালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আবদুলপুর স্টেশনে পৌঁছায়। পরে পৌনে ১১টার দিকে ট্রেনের ইঞ্জিন ঘুরিয়ে লাইনে উঠলে অতিরিক্ত গরম হয়ে হঠাৎ করে ইঞ্জিনে আগুনের ধোঁয়া দেখতে পায় রেলের কর্মচারী ও কর্মকর্তারা। কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে আগুন জ্বলতে শুরু করে। এই ঘটনার পর ট্রেনের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয় এবং স্থানীয়রাই অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে অতিরিক্ত ইঞ্জিন লাগিয়ে যাত্রীদের নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা হয় ট্রেনটি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। ইঞ্জিনটি বর্তমানে আবদুলপুর জংশনে রয়েছে। প্রকৌশলীরা এসে ইঞ্জিনটি পরীক্ষা-নিরীক্ষা করবেন।

 

সর্বশেষ খবর