সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

নদীভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবি

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডপ এলাকায় ধরলা নদীর ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন সেখানকার এলাকাবাসীরা। গতকাল কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন শেষে বক্তব্য রাখেন নাওডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান হাছেন আলী, ২নং ইউপি সদস্য আয়াজ উদ্দিন, শিক্ষার্থী আব্দুস সালাম, সিদ্দিক হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, নদী ভাঙনের শিকার আবদুল মালেক। এ সময় বক্তারা বলেন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ চলতি বছরে ৩৫০টি এবং গত ৩ বছরে ৬৮১টি বাড়ি ভেঙেছে। এতে এক হাজার একর ফসলি জমিন নদীগর্ভে চলে গেছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আবাসন প্রকল্পসহ ফসলি জমিন, মাছের ঘের ও গরুর প্রকল্প। একাধিকবার যোগাযোগ করা হলেও পানি উন্নয়ন বোর্ড কোনো সাড়া দেয়নি। এ কারণে দীর্ঘ ৩৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভাঙন কবলিত এলাকার প্রায় ২০০ মানুষ কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এসেছে।  মানববন্ধন কর্মসূচি পালনের পাশাপাশি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

 

সর্বশেষ খবর