শিরোনাম
মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

হাজির ভাগনা সেতু হতে পারে বিনোদন স্পট

ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজীর হাজির ভাগনা হতে পারে বিনোদন স্পট : প্রায় তিন যুগেরও বেশি সময় ধরে ঠায় দাঁড়িয়ে ছিল হাজির ভাগনা নামের ব্রিজটি পাটাতন বিহীন অবস্থায়। যার কারণে এই অঞ্চলের মানুষের যোগাযোগের ক্ষেত্রে ভোগান্তি আর দুর্দশার শেষ ছিল না।

ভৌগোলিক কারণে এই ব্রিজটি অনেক বেশি গুরুত্ব বহন করে। এটি ফেনী জেলার ফুলগাজী উপজেলার ৫ নম্বর আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের মাঝখানে অবস্থিত। সেতুটি আমজাদহাট ইউপির ইসলামিয়া বাজার-জিএম হাট ইউপির ঘাটঘর-দরবারপুর ইউপির বশিকপুর সড়কসহ ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ককে সংযুক্ত করেছে। জনশ্রুতি রয়েছে ১৭ শতকে ফানা উল্যাহ হাজি নামে একজন সম্ভ্রান্ত ব্যক্তির নামানুসারে ‘হাজির ভাগনা’ পরিচিতি পায়। ফানা উল্যাহ হাজির উত্তরসূরি হলেন উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক মরহুম আবদুস সালাম ও এবিএম মুসা। বর্তমানে এটি ফুলগাজী উপজেলার কৃতীসন্তান প্রখ্যাত সাংবাদিক মরহুম এবিএম মুসার নাম অনুসারে সেতুটির নাম ‘হাজির ভাগনা এবিএম মূসা সেতু’।

সর্বশেষ খবর