মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

হত্যা মামলায় পিতা পুত্রের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে একটি হত্যা মামলায় পিতা-পুত্র দুই আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল সকালে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-০১ এর বিচারক মো. তাজুল ইসলাম এ রায় প্রদান করেন লিয়াকত আলী (৫৫) আশারত আলী (২৫) দুজন পিতা-পুত্র। একই সঙ্গে তাদের ২৫ হাজার টাকা অর্থদ  অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেওয়া হয়। একই সঙ্গে আদালত এ মামলায় এনামুল এবং মিন্টু নামের দুই আসামিকে ১০ বছরের কারাদন্ড ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড এবং লিটন, রুবেল এবং লালচাঁদ নামের তিন আসামিকে তিন বছরের কারাদন্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় এই মামলায় আটজনকে বেকসুর খালাস প্রদান করা হয়। কুষ্টিয়া জজ আদালতের পিপি অ্যাড. অনুপ কমার নন্দী রায়ের বিষয় নিশ্চিত করেছেন।  জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে ২০১৪ সালের ১১ জুন দৌলতপুরের সংগ্রামপুর গ্রামের সাইফুল ইসলামকে আসামিরা কুপিয়ে হত্যা করে।

সর্বশেষ খবর